
বেনাপোল বলফিল্ড মাঠে বেনাপোল সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (৫ নভেম্বর) বিকেলে বাঁগআচড়া ফুটবল একাদশ ও নাভারন ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য, শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন- শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া ও বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল।
আরও উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।
খেলায় নাভারন একাদশ বাঁগআচড়া একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এমপি বলেন, মাদক ছেড়ে খেলা করো, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ো। আওয়ামীলীগ সরকারের আমলেই দেশে খেলাধুলার মান বেড়েছে। সারাবিশ্বে ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ পরিচিতি পয়েছে।
বার্তাকণ্ঠ/এন
সাজেদুর রহমান সুমন 







































