
যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী গ্রাম থেকে ১০ টি স্বর্ণের বারসহ রত্না বেগম (৩৪) নামে এক নারী স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রবিবার (৬ নভেম্বর) রাত ১০ টার দিকে তাকে পুটখালী গ্রামের উত্তরপাড়ার একটি কলাবাগান থেকে আটক করা হয়। আটক রত্না বেগম বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের উত্তরপাড়ার কামাল হোসেনের স্ত্রী।
খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল তানভীর রহমান (পিএসসি) জানান, তারা জানতে পারেন- পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে এক নারী পাচারকারী পুটখালীর উত্তরপাড়ার একটি কলাবাগান মধ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে খুলনা ২১ ব্যাটালিয়নের একটি টহলদল সীমান্ত পিলার থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রত্না বেগমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ টি স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬৫ গ্রাম। যার বাজার মূল্য ৮২ লাখ টাকা।
আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বার্তাকণ্ঠ/এন
বেনাপোল প্রতিনিধি 







































