বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে যাত্রীর প্যান্টের ভেতর ৮০ লাখ টাকার স্বর্ণ

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ৯ পিস স্বর্ণের বারসহ সিদ্দিকুর রহমান (৪৬) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা।

আজ সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

আটক সিদ্দিকুর বরগুনা জেলার বামনা থানার সিংরা বুনিয়া গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে।

এব্যাপারে বেনাপোল কাস্টমস হাউসের শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, বেনাপোল আন্তর্জাতিক দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা ইমিগ্রেশন এলাকায় গোপনে অবস্থান করেন। এ সময় সিদ্দিকুর নামে এক পাসপোর্ট যাত্রী ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়।পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের ভেতরে অভিনব কায়দায় লুকানো ৯ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৪ গ্রাম। যার বাজার মূল্য ৮০ লাখ টাকা।

আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তাকণ্ঠ/এন

জনপ্রিয়

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শার্শার নাভারণে দোয়া মাহফিল

বেনাপোলে যাত্রীর প্যান্টের ভেতর ৮০ লাখ টাকার স্বর্ণ

প্রকাশের সময় : ০২:২৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ৯ পিস স্বর্ণের বারসহ সিদ্দিকুর রহমান (৪৬) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা।

আজ সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

আটক সিদ্দিকুর বরগুনা জেলার বামনা থানার সিংরা বুনিয়া গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে।

এব্যাপারে বেনাপোল কাস্টমস হাউসের শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, বেনাপোল আন্তর্জাতিক দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা ইমিগ্রেশন এলাকায় গোপনে অবস্থান করেন। এ সময় সিদ্দিকুর নামে এক পাসপোর্ট যাত্রী ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়।পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের ভেতরে অভিনব কায়দায় লুকানো ৯ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৪ গ্রাম। যার বাজার মূল্য ৮০ লাখ টাকা।

আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তাকণ্ঠ/এন