
ভারতে পাচারের সময় যশোরের শার্শার গোড়পাড়া এলাকা থেকে ৬২টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে গোড়পাড়া ফাঁড়ির পুলিশ সদস্যরা।
আজ সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে গোড়পাড়ার আমতলা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নাইম হোসেন (৪০) ও আজহারুল ইসলাম(৩৫)। তারা উভয়ে শার্শা উপজেলার বাসিন্দা।
এব্যাপারে নাভারণ সার্কেল পুলিশের এডিশনাল এসপি জুয়েল ইমরান জানান, গোড়পাড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে নাইম হোসেন ও আজহারুল ইসলামকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ৭ কেজি ২৫ গ্রাম ওজনের ৬২টি স্বর্নের বার জব্দ করা হয়। আটককৃত স্বর্ণের মুল্য ৫ কোটি ৩৩ লাখ টাকা বলে পুলিশ জানান।
তিনি জানান, সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত তথ্য জানানো হবে আগামী কাল। এঘটনায় আটককৃত স্বর্ণ পাচারকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তাকণ্ঠ/এন
বেনাপোল প্রতিনিধি 





































