
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথের পাশ থেকে তাসজিদ হাসান অনিক ওরফে নাঈম (২১) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ সদস্যরা।
আজ বুধবার (৯ নভেম্বর) সকালে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের বামনগ্রাম হাটখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, তাসজিদ হাসান অনিক ওরফে নাঈম সিরাজগঞ্জ পৌর এলাকার কালিবাড়ি মহল্লার আঃ মমিনের ছেলে। সে সদর উপজেলার বাগবাটি আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রী কলেজের শিক্ষার্থী।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গনমাধ্যমকে জানান গত সপ্তাহে তাসজিদ হাসান অনিক ওরফে নাঈম লালমনিরহাট জেলার পাটগ্রামে তার চাচার বাসায় বেড়াতে যায়। মঙ্গলবার সেখান থেকে ফেরার পথে বেলা এগারোটার দিকে তার বাবার সাথে মোবাইল ফোনে সর্বশেষ কথা বলে নিখোজ থাকে। আজ বুধবার সকালে উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে বামনগ্রাম হাটখোলা এলাকায় রেলপথের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে জানায়।পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বার্তাকণ্ঠ/এন
নিজস্ব প্রতিবেদক 






































