বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ এখন ‘নেক্সট এশিয়ান টাইগার’- পরশ

ছবি-সংগৃহীত

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘ব্রিডিং গ্রাউন্ড অব টেরোরিজম’ থেকে উঠে এসে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ‘নেক্সট এশিয়ান টাইগার’।

উন্নয়নের পুরোটাই নেতৃত্বের দূরদর্শীতার ওপর নির্ভর করে এবং শেখ হাসিনা তার প্রমাণ রেখে চলেছেন বলে তিনি উল্লেখ করেন।

আজ শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বিশ্ব অর্থনৈতিক মন্দা থেকে বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রক্ষা করতে পরবেন বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীকে বিশ্বের সেরা ক্রাইসিস ম্যানেজার বলে অভিহিত করেন শেখ পরশ।

দলীয় নেতাকর্মীদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানান সংগঠনের চেয়ারম্যান। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে আগামী ১৪ মাস নিরলস কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

জনপ্রিয়

তারেক রহমান মঞ্চে একাই বক্তব্য রাখবেন

বাংলাদেশ এখন ‘নেক্সট এশিয়ান টাইগার’- পরশ

প্রকাশের সময় : ০৬:৩৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘ব্রিডিং গ্রাউন্ড অব টেরোরিজম’ থেকে উঠে এসে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ‘নেক্সট এশিয়ান টাইগার’।

উন্নয়নের পুরোটাই নেতৃত্বের দূরদর্শীতার ওপর নির্ভর করে এবং শেখ হাসিনা তার প্রমাণ রেখে চলেছেন বলে তিনি উল্লেখ করেন।

আজ শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বিশ্ব অর্থনৈতিক মন্দা থেকে বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রক্ষা করতে পরবেন বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীকে বিশ্বের সেরা ক্রাইসিস ম্যানেজার বলে অভিহিত করেন শেখ পরশ।

দলীয় নেতাকর্মীদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানান সংগঠনের চেয়ারম্যান। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে আগামী ১৪ মাস নিরলস কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।