
মুন্সীগঞ্জের শ্রীনগরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মানসম্পন্ন উপায়ে রপ্তানীযোগ্য মিষ্টি আলু উৎপাদন, বিপনণ ও রপ্তানীকরণের উপর দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা খামারবাড়ির কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প পরিচালক কৃষিবিদ মোকলেসুর রহমান, মুন্সীগঞ্জ জেলা কন্দাল গবেষণা কেন্দ্র পিএসও কৃষিবিদ খুরশীদ আলম, মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোঃ খুরশীদ আলম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ কল্যান কুমার সরকার, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প অতিরিক্ত উপপরিচালক মোঃ জহিরুল হক, শ্রীনগর উপজেলা কৃষি অফিসার শান্তনা রাণী, টংগীবাড়ি উপজেলা কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার।
প্রশিক্ষণ শেষে মিষ্টি আলু প্রদর্শনী ভূক্ত শ্রীনগর শ্রীনগর উপজেলার ১৫ জন এবং টংগীবাড়ি উপজেলা ১৫ জন মোট ৩০ জন কৃষকের মাঝে উক্ত প্রকল্পের আওতায় প্রদর্শনী বাস্তবায়নের লক্ষ্যে উপকরণ বিতরণ করা হয়।
বার্তাকণ্ঠ/এন
শহিদ শেখ , মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ 






































