
ইসলামী বিশ্বিবদ্যালয় প্রতিনিধি-
ওষুধ থেকে দূরে থাকার মহৌষধ হলো জ্ঞান। জ্ঞানচর্চা ও মোটিভেশন ব্যক্তিকে স্বাস্থ্যের প্রতি মনোযোগী করে তোলে এবং অস্বাস্থ্যকর জীবনচর্চা থেকে দূরে রাখে। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য নিজেই নিজের ডাক্তার হতে হবে।
বিশ^ ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে সোমবার (১৪ নভেম্বর) কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি মুুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতাল আয়োজিত আলোচনা সভায় ইসলামী বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, রোগমুক্ত মানবসমাজ গড়ার জন্য, বঙ্গবন্ধুর কাক্সিক্ষত স্বপ্নের সোনার বাংলা অর্জনের জন্য আমাদেরকে সকল শুভ কাজের ডাক্তার হতে হবে।
কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে আলোচন সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. এস আর খান, বিশ^বিদ্যালয়ে আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী প্রমুখ।
দিবসটি উপলক্ষ্যে সকল গৃহীত কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম। এর আগে একটি র্যালি বের করা হয়।
নিজস্ব সংবাদদাতা 







































