
বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদীর ভাঙ্গন রোধে নদী শাসনের দাবিতে মঙ্গলবার সকালে গাবতলায় মানববন্ধন করেছেন সাউথখালী ইউনিয়নবাসী।
মঙ্গলবার (১৫ নবেম্বর) সকাল ১০ টায় সাউথখালী ইউনিয়নের ভাঙ্গনকবলিত গাবতলায় বলেশ্বর তীরে ওয়াপদা বেরিবাধের উপরে এ মানববন্ধন হয়। নদী শাসন আন্দোলন কমিটি শরণখোলার ব্যানারে অনুষ্ঠিত ঘন্টাব্যপী মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত।
নদী শাসন আন্দোলন কমিটির আহবায়ক আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে এবং সিয়াম মাহমুদের সঞ্চালয় মানবন্ধনে বক্তৃতা করেন স্থানীয় ভাইস- চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, মুক্তিযোদ্ধা মোকসেদ আলী শিকদার, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম খান, ইমরান হোসেন রাজিব, ইউপি সদস্য জাকির হোসেন, রিয়াদুল, জাহাঙ্গীর হোসেন,পলাশ মাহমুদ, সাইফুল ইসলাম হালিম, রাজ্জাক হোসেন দিপু। মানববন্ধনে সিডর বিধ্বস্ত দক্ষিন সাউথখালী প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিশু শিক্ষার্থী।
উল্লেখ্য ২০০৭ সালের সিডরে সাউথখালী থেকে প্রায় এক হাজার মানুষ মারা যায় তার মধ্যে প্রায় তিন শতাধিক শিশুর নির্মম মৃত্যু হয়। মানববন্ধনে বক্তারা বেড়িবাধ নির্মানে সংশ্লিস্টদের অনিয়ম দুর্নীতির তথ্য তুলে ধরেন।এবং অতিসত্বর নদী শাসন করে নির্মিত বেরীবাধ রক্ষার দাবী জানান। পরে সিডরে নিহতদের স্মরনে দোয়া অনুষ্ঠিত হয়।
বার্তাকণ্ঠ/এন
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 






































