
ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলী। গোপনে বিয়ে করে এই তারকা জুটি জন্ম দিয়েছেন ছেলেসন্তানের। ছেলের নাম শেহজাদ খান বীর। তার বয়স এখন আড়াই বছর। নানা ঘটনার পর প্রকাশ্যে ছেলের খবর আনেন বুবলী। এরপর শাকিব খানও সন্তানের কথা স্বীকার করে ফেসবুকে পোস্ট করেন। প্রকাশ্যে যখন তাদের সন্তান, ঠিক তখন থেকে ছেলে বীরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন বসগিরিখ্যাত নায়িকা বুবলী।
সন্তানের নতুন কয়েকটি ছবি ফেসবুক পেজে পোস্ট করেছেন বুবলী। সেখানে দেখা যায়, বড় বড় চুলে বসার বড় চেয়ারে শুয়ে খুনসুটি করছে শেহজাদ। শেহজাদের ছবিগুলো সামনে আসার সঙ্গে সঙ্গে লুফে নেন শাকিবভক্তরা। বুবলীর ওই পোস্ট করা ছবিগুলো মুহূর্তে চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন গ্রুপে শেয়ার করেন শাকিব-বুবলীভক্তরা
বিনোদন ডেস্ক 










































