বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জিএম কাদের দলীয় কোন সিদ্ধান্ত নিতে পারবেন না

ঢাকা ব্যুরো।। জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) দলের কোনো সিদ্ধান্ত নিতে পারবে না বলে দেওয়া নিষেধাজ্ঞা বহাল থাকছে।

বুধবার (১৬ নভেম্বর) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক জিএম কাদেরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন খারিজ করেন। ফলে বহাল থাকছে নিষেধাজ্ঞা। তবে এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন জিএম কাদেরের আইনজীবী।

জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধার করা মামলায় গত ৩০ অক্টোবর জিএম কাদের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে গত ৮ নভেম্বর আদালতে আবেদন করেন জিএম কাদের।

গত ১০ নভেম্বর ওই আবেদনের উপর শুনানি হয়। শুনানি শেষে আদালত ১৬ নভেম্বর আদেশের জন্য দিন ধার্য করেন। আজ আদেশে জিএম কাদের নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আদালত।

জিএম কাদেরের আইনজীবী কলিমুল্লাহ মজুমদার বলেন, জিএম কাদেরের রাজনৈতিক ও দলীয় সিদ্ধান্তের উপর দেওয়া নিষেধাজ্ঞা বাতিল চেয়ে আদালতে আবেদন জানাই। কিন্তু আদালত তা খারিজ করেন। তবে গত ৮ নভেম্বর এই মামলার আর্জি খারিজের আবেদন করেছি। ৩০ নভেম্বর ওই আবেদনের উপর শুনানির দিন ধার্য করেছেন আদালত। এদিকে আদালতের আদেশকে স্বাগত জানিয়েছেন রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশিদ।

জনপ্রিয়

তারেক রহমান মঞ্চে একাই বক্তব্য রাখবেন

জিএম কাদের দলীয় কোন সিদ্ধান্ত নিতে পারবেন না

প্রকাশের সময় : ০৮:৫৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

ঢাকা ব্যুরো।। জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) দলের কোনো সিদ্ধান্ত নিতে পারবে না বলে দেওয়া নিষেধাজ্ঞা বহাল থাকছে।

বুধবার (১৬ নভেম্বর) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক জিএম কাদেরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন খারিজ করেন। ফলে বহাল থাকছে নিষেধাজ্ঞা। তবে এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন জিএম কাদেরের আইনজীবী।

জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধার করা মামলায় গত ৩০ অক্টোবর জিএম কাদের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে গত ৮ নভেম্বর আদালতে আবেদন করেন জিএম কাদের।

গত ১০ নভেম্বর ওই আবেদনের উপর শুনানি হয়। শুনানি শেষে আদালত ১৬ নভেম্বর আদেশের জন্য দিন ধার্য করেন। আজ আদেশে জিএম কাদের নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আদালত।

জিএম কাদেরের আইনজীবী কলিমুল্লাহ মজুমদার বলেন, জিএম কাদেরের রাজনৈতিক ও দলীয় সিদ্ধান্তের উপর দেওয়া নিষেধাজ্ঞা বাতিল চেয়ে আদালতে আবেদন জানাই। কিন্তু আদালত তা খারিজ করেন। তবে গত ৮ নভেম্বর এই মামলার আর্জি খারিজের আবেদন করেছি। ৩০ নভেম্বর ওই আবেদনের উপর শুনানির দিন ধার্য করেছেন আদালত। এদিকে আদালতের আদেশকে স্বাগত জানিয়েছেন রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশিদ।