বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ধানক্ষেত থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলার ধানক্ষেত থেকে আব্দুল বারেক (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে বোদা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে জেলার বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের সোনাপাড়া এলাকায় বাড়ির পাশের ধানক্ষেতে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বাইসাইকেল নিয়ে স্থানীয় কাদেরপুর বাজারের উদ্দেশে বের হয়ে যান সাবেক ইউপি সদস্য আব্দুল বারেক। রাতে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পায়নি। পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বোদা থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তে জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পাঠায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা সময় সংবাদকে জানান, এটি হত্যা না অন্য কিছু ময়নাতদন্তের পর বলা যাবে। এ বিষয়ে মামলা রুজু করা হবে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

জনপ্রিয়

বিদ্রোহীদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি, স্বতন্ত্র প্রার্থী শতাধিক

পঞ্চগড়ে ধানক্ষেত থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৪:২৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

পঞ্চগড়ের বোদা উপজেলার ধানক্ষেত থেকে আব্দুল বারেক (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে বোদা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে জেলার বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের সোনাপাড়া এলাকায় বাড়ির পাশের ধানক্ষেতে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বাইসাইকেল নিয়ে স্থানীয় কাদেরপুর বাজারের উদ্দেশে বের হয়ে যান সাবেক ইউপি সদস্য আব্দুল বারেক। রাতে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পায়নি। পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বোদা থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তে জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পাঠায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা সময় সংবাদকে জানান, এটি হত্যা না অন্য কিছু ময়নাতদন্তের পর বলা যাবে। এ বিষয়ে মামলা রুজু করা হবে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।