
কেরানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের (২০২২-২৪) কার্যকরী মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার কোনাখোলায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আহবায়ক কমিটির এক জরুরী সভায় এ পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ডেল্টা টাইমস এর উপজেলা প্রতিনিধি জহুরুল হক জহিরকে সভাপতি ও মাই টিভির প্রতিনিধি শামসুল ইসলাম সনেটকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি রানা আহমেদ (এশিয়ান টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পারভেজ (দৈনিক যায়যায়দিন), কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম (দৈনিক আমার সময়), সাংগঠনিক সম্পাদক বিজয় ইসলাম রাসেল (দৈনিক অধিকার), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সোহাগ খান (বাংলাদেশ বুলেটিন), দপ্তর সম্পাদক এনামুল হাসান (সংবাদ সারাবেলা), নির্বাহী সদস্য মজিবুর রহমান (দৈনিক জনতা), বশির উদ্দিন (দৈনিক আমাদের কণ্ঠ), মোহম্মদ সাঈদ (দৈনিক স্বাধীন সংবাদ), সজিব হোসেন (সংবাদ প্রকাশ) ও শিপন উদ্দিন (দ্য বাংলাদেশ টুডে)।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : 







































