
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ভাসছে সারাদেশ। বাগেরহাটের শরণখোলায় ব্রাজিল এবং আর্জেন্টিনা দলের সমর্থকদের মধ্যে চলছে রীতিমতো প্রতিযোগিতা।
এই দলের সমর্থকদের ভিতর কে কতো বড় পতাকা, ব্যানার, র্যালি করবে। রাশিয়া বিশ্বকাপে আজ ব্রাজিলের প্রথম খেলা। সেলেসাওদের খেলাকে কেন্দ্র করে রবিবার (১৮ ই নভেম্বর ) বিকালে সাড়ে ৫টায় সমর্থকরা এক বর্ণাঢ্য র্যালি করে।
র্যালিতে ড্রাম এবং বিউগাল বাজনার সাথে সাথে স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। র্যালি শেষে পাঁচ রাস্তা বাদল চত্বরে আনন্দ সভায় একত্র হয় তারা। এ সময় বক্তৃতা দেন ব্রাজিল সমর্থনগোষ্ঠীর আহবায়ক গোলাম মোস্তফা মধু ও প্রমুখ।
নাজমুল ইসলাম শরণখোলা বাগেরহাট 







































