
১৬ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে বিএনপি। এখন ক্ষমতায় আসা নয় বরং আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোই তাদের প্রধান লক্ষ্য। আর এই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিএনপি নানা রকম কৌশল অবলম্বন করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে, সমাবেশ করে সরকার পতন করা যায়না, সমাবেশটি হলো একটি আইওয়াশ। বিএনপি সমাবেশের মাধ্যমে দেখাতে চাচ্ছে যে, তাদের সংগঠনের একটি অস্তিত্ব আছে, সংগঠন শক্তিশালী। কিন্তু সরকার পতনের লক্ষ্যে বিএনপি বিএনপি এখন সাতটি ধাপে কৌশল গ্রহণ করছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সাতটি ধাপ হলো-
প্রথম ধাপ, গুজব ছড়ানো। বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর একটি পরিকল্পিত মিশন বিএনপি গত দুই বছর ধরেই বাস্তবায়ন করে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে বিরামহীনভাবে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে। অপপ্রচার চলতে চলতে এমন পর্যায়ে চলে গেছে সাধারণ মানুষ এখন এসব বিশ্বাস করতে শুরু করেছে। এই অপপ্রচারের মূল লক্ষ্য হলো সরকার সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা, সরকারের ইমেজ নষ্ট করা এবং আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা।
তৃতীয় ধাপ, সুশীল সমাজকে ব্যবহার করা। তৃতীয় ধাপে বিএনপি সুশীল সমাজকে ব্যবহার করছে। সুশীল সমাজকে নিয়ে দেশে অর্থনৈতিক সংকট, সরকারের ব্যর্থতা ইত্যাদি প্রচার করা হচ্ছে এবং এখানে সুশীল সমাজকে বড় ধরনের টোপ দেওয়া হচ্ছে। বিএনপি ক্ষমতায় আনতে চায় না, তারা সুশীল সমাজের নেতৃত্বে সরকার কায়েম করবে এই রকম একটি প্রলোভন দেখিয়ে এবং আরও কিছু উপঢৌকন দিয়ে সুশীল সমাজের একটি বড় অংশকে এখন ব্যবহার করা হচ্ছে যেন সাধারণ মানুষ অর্থনৈতিক সংকট, সরকারের ব্যর্থতার কথা সত্য বলে মনে করে।
পঞ্চম ধাপে, গণমাধ্যমকে ব্যবহার করা। গণমাধ্যমকে ব্যবহার করেও সরকার সরকারকে চাপে ফেলার কৌশল হচ্ছে। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমের কাছে ন্যায়বিচার চেয়েছেন এবং যৌক্তিক কভারেজ দাবি করেছেন। এ থেকেই বোঝা যায় যে, গণমাধ্যমগুলোতে বেশিরভাগ জায়গাই এখন দখল করে নিয়েছে বিরোধী দল। গণমাধ্যমকে বিএনপি তার পক্ষে নিয়ে এসেছে যেন গণমাধ্যমগুলো লাগাতার সরকারের বিভিন্ন ব্যর্থতা নিয়ে কথা বলে।
ষষ্ঠ ধাপ, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে কাজ করা। সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের মধ্যে বিএনপির এজেন্টরা এখন সক্রিয় হয়েছে। তারা এখন বিভিন্ন রকম কর্মকা-ের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে।
সপ্তম ধাপ, নির্বাচনের আগে একটি পরিস্থিতি তৈরি করা। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, এই ঘোষণা দিয়ে বিএনপি নির্বাচনের আগে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যেন শেষ পর্যন্ত নির্বাচন না হয়।
এই সাত ধাপের কর্মসূচির মাধ্যমেই তারা আওয়ামী লীগ সরকারকে হঠাতে চায় কিন্তু এই সাত ধাপের পরিকল্পনা শেষ পর্যন্ত কি সফল হবে?
ঢাকা ব্যুরো।। 







































