
রাজবাড়ীর বালিয়াকান্দিতে শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকালে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও নবাবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের ইন্দুরদি গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর প্রাপ্ত উপকারভোগীদের সাথে মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে ও এম, এ কুদ্দুসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাদশা আলমগীর প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা ছিল বলেই আজকে গৃহহীনরা মাথা গোজার ঠাই পেয়েছে। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন যেন তার নেতৃত্বে দেশ এগিয়ে যেতে পারে।
(রাজবাড়ী) প্রতিনিধি 







































