
বাংলাদেশ ছাত্রলীগ খুলনা জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক মুশফিকুর রহমান সাগরের মাতা ও বটিয়াঘাটা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ গোলদারের সহধর্মিনী বেগম মাজেদা আজিজ(৬৪) ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
মঙ্গলবার ভোর ৬টায় খুলনা মহানগরীর গল্লামারীস্থ বাসভবনে তিনি মৃত্যু বরন করেন। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে নগরীর একাধিক হাসপাতালে চিকিৎসা নিয়ে সর্বশেষ গল্লামারীর বাসায় মুমূর্ষু অবস্থায় ছিলেন। মৃত্যুকালে তিনি একপুত্র ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ জোহরবাদ বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নে গ্রামের বাড়িতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর শোক ও সমবেদনা। বিবৃতি দাতা নেতৃবৃন্দরা হলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন সহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ।
আব্রাহাম তুহিন, খুলনা প্রতিনিধি 







































