
রাজবাড়ীর বালিয়াকান্দিতে শহীদ বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, জেলা পরিষদ সদস্য আব্দুল বারিক বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি মো. হাসিবুল হাসান, পুলিশ পরিদর্শক তদন্ত মনিরুজ্জামান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস,নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদশা আলমগীর, বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, প্রমুখ।
সভায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির বিষয়ে দিদ্ধান্ত নেয়া হয়।
রাজবাড়ী প্রতিনিধি 







































