
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে খালেদা জিয়া যোগদান করলে বিষয়টি আদালত দেখবে।
যদি সমাবেশে খালেদা জিয়া যোগদান করেন, তার জামিন বাতিল হবে কি না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আদালত ব্যবস্থা নেবেন।বিএনপি যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে, অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করে, তবে তারা ভুল করবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বারবারই বলছে, শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে, বিশৃঙ্খলা না করতে। এখন এনিয়ে বিশৃঙ্খলা করলে বরদাশত করবে না আইনশৃঙ্খলা বাহিনী।
বিএনপির সমাবেশের স্থান প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, সুন্দর পরিবেশের জন্যই তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। বিএনপি দুটি জায়গার কথা বলেছে— সোহরাওয়ার্দী ও মানিক মিয়া এভিনিউয়ে। তাদের দাবির বিষয়টি লক্ষ্য রেখেই সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেয়া হয়েছে।
অনুষ্ঠানে নারীদের অর্জন কথা উল্লেখ করে তিনি আরও বলেন, নারীর পেশাগত দক্ষতা, কর্মক্ষেত্রে বিস্তৃতি বাড়াতে সরকার কাজ করছে
বার্তাকণ্ঠ ডেস্ক 







































