বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট রাজশাহী বিভাগে

অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন রাজশাহীর পরিবহন মালিকরা। ১০ দফা দাবি আদায় না হওয়ায় ধর্মঘটের পথ বেছে নিয়েছেন বলে দাবি পরিবহন মালিকদের। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে।

গত ২৬ নভেম্বর পরিবহন মালিকদের ১০ দফা দাবি পূরণে বেধে দেয়া সময় শেষ হয়েছে বুধবার রাত ১২টায়। তবে নির্ধারিক সময় শেষ হলেও প্রশাসনের পক্ষ থেকে পরিবহন মালিকদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তাই পরিবহন মালিকদের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকেই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

পরিবহন ধর্মঘট শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদের সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব।

উল্লেখ্য, সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধান করাসহ হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়ক ও আঞ্চলিক সড়কে থ্রিহুইলার, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ও জ্বালানি তেলসহ যন্ত্রাংশের মূল্য হ্রাস করাসহ ১১ দফা বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানানো হয়। ৩০ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন রাজশাহী বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

জনপ্রিয়

কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতার অভিযোগ 

অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট রাজশাহী বিভাগে

প্রকাশের সময় : ১১:২৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২

অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন রাজশাহীর পরিবহন মালিকরা। ১০ দফা দাবি আদায় না হওয়ায় ধর্মঘটের পথ বেছে নিয়েছেন বলে দাবি পরিবহন মালিকদের। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে।

গত ২৬ নভেম্বর পরিবহন মালিকদের ১০ দফা দাবি পূরণে বেধে দেয়া সময় শেষ হয়েছে বুধবার রাত ১২টায়। তবে নির্ধারিক সময় শেষ হলেও প্রশাসনের পক্ষ থেকে পরিবহন মালিকদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তাই পরিবহন মালিকদের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকেই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

পরিবহন ধর্মঘট শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদের সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব।

উল্লেখ্য, সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধান করাসহ হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়ক ও আঞ্চলিক সড়কে থ্রিহুইলার, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ও জ্বালানি তেলসহ যন্ত্রাংশের মূল্য হ্রাস করাসহ ১১ দফা বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানানো হয়। ৩০ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন রাজশাহী বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।