
পারিবারিক কলহের জের ধরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে শাহ জামাল (৩৫) নামে একজন বিষ পানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার ৫ ডিসেম্বর সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শাহ জামাল বকশীগঞ্জ উপজেলার মেরুরচর রবিয়ারচর গ্রামের বাসিন্দা হুদা শেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে শাহ জামাল এর সাথে স্ত্রীর প্রায়দিনই ঝগড়া লেগে থাকতো গত কাল রোববার সন্ধ্যার দিকে স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা ক্ষেতে দেওয়ার বিষ পান করে শাহ জামাল। এতে গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে বকশীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আজ সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজে তার মৃত্যু হয়।
এই ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম , সত্যাতা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি ।
আল মোজাহিদ বাবু,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 







































