
সিরাজদিখানে বিজয়ের মাসে মাসব্যাপী বিজয় উৎসব চলছে। উপজেলা প্রশাসনের আযোজনে ও রশুনিয়া এবং ইছাপুরা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মাস ব্যাপী এই বিজয় উৎসব চলবে। গতকাল সোমবার সন্ধায় উপজেলার সন্তোস পাড়ায় ৫ম দিনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক ও শেখ দলিল উদ্দিন আহমেদ। এছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিচালনা করেন শিক্ষক শারমিন আক্তার নিপা ও রত্না ভাওয়াল এর দলের শিশু শিল্পীরা।
ভবানিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. আমিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল আলম তানভীর। আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আঃ মতিন হাওলাদার, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েতন হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুমন মধু প্রমুখ। #
শহিদ শেখ মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ 







































