
লালমনিরহাট মুক্ত দিবস আজ।নানা কর্মসুচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি।আজ সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে লালমনিরহাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বিরাট র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের স্মতিচারন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।র্যালীতে জেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,পুলিশ বিভাগ, নাসিং ইন্সটিটিউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবির মানুষজন অংশ নেয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ ।
অতিরিক্ত জেলা প্রশাসক(সাবিক) টিএমএ মমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহামন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সাজন নিমলেন্দু রায়,জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ। এসময় অন্যানের মধ্যে গেরিলা লিডার এসএম শফিকুল ইসলাম কানুসহ অনেকে বক্তব্য রাখেন।
মোস্তাফিজুর রহমান মোস্তাফা লালমনিরহাট প্রতিনিধি 







































