বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চোখের তলায় কালি পড়ছে? কালি দূর করবেন কী ভাবে? জেনে নিন

ছবিঃ সংগৃহীত

জীবনের গতি যত বাড়ছে, ততই বেড়ে চলেছে সমস্যা। কেরিয়ারের চাপ, ডেডলাইনের ব্যস্ততার মাঝে নিজের যত্ন নেওয়া দায়। অনেক সময়ে চেহারাতেও ফুটে ওঠে ক্লান্তির ছাপ। সারা দিন ফোন বা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকায় কালি পড়ে চোখের নীচে। ত্বকের যত্ন নিতে অনেকেই নানা প্রসাধনী ব্যবহার করে থাকেন। কিন্তু চোখের তলার কালি দূর করবেন কী ভাবে? জেনে নিন।

অয়েল ট্রিটমেন্ট

ভিটামিন ই চোখের তলার কালি দূর করতে সাহায্য করে। একটি পাত্রে ঠান্ডা জলের মধ্যে কয়েক ফোঁটা ভিটামিন ই তেল মিশিয়ে নিতে হবে। তার পর তুলোয় সেই মিশ্রণ নিয়ে তা মিনিট ২০ চোখের উপর দিয়ে রাখুন। উপকার পাবেন।

শশা

একটি তাজা শশাকে কিছু ক্ষণ ফ্রিজ বা বরফ জলে রেখে ঠান্ডা করে নিন। তার পর মাপ বুঝে দু’টুকরো শশা গোল করে কেটে সেগুলিকে মিনিট ২০ মতো চোখের উপর দিয়ে রাখুন। এতে চোখের তলার ফোলা ভাব এবং কালি দূর করতে সাহায্য করে।

দু’টি টি ব্যাগ গরম জলে কিছু ভিজিয়ে রাখুন। এর পর গরম জল থেকে টি ব্যাগ দু’টি তুলে ঠান্ডা করে নেওয়ার পর সেগুলিকে চোখের উপর দিয়ে রাখুন।

আলু

একটি আলুকে ঠান্ডা করে সেটিকে দু’ভাগে কেটে নিন। তার পর সেই টুকরোগুলিকে মিনিট দশেক মতো দু’চোখের উপর রাখুন। এতেই হবে মুশকিল আসান।

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছে বাংলাদেশ ন্যাপ

চোখের তলায় কালি পড়ছে? কালি দূর করবেন কী ভাবে? জেনে নিন

প্রকাশের সময় : ০৯:২৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২

জীবনের গতি যত বাড়ছে, ততই বেড়ে চলেছে সমস্যা। কেরিয়ারের চাপ, ডেডলাইনের ব্যস্ততার মাঝে নিজের যত্ন নেওয়া দায়। অনেক সময়ে চেহারাতেও ফুটে ওঠে ক্লান্তির ছাপ। সারা দিন ফোন বা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকায় কালি পড়ে চোখের নীচে। ত্বকের যত্ন নিতে অনেকেই নানা প্রসাধনী ব্যবহার করে থাকেন। কিন্তু চোখের তলার কালি দূর করবেন কী ভাবে? জেনে নিন।

অয়েল ট্রিটমেন্ট

ভিটামিন ই চোখের তলার কালি দূর করতে সাহায্য করে। একটি পাত্রে ঠান্ডা জলের মধ্যে কয়েক ফোঁটা ভিটামিন ই তেল মিশিয়ে নিতে হবে। তার পর তুলোয় সেই মিশ্রণ নিয়ে তা মিনিট ২০ চোখের উপর দিয়ে রাখুন। উপকার পাবেন।

শশা

একটি তাজা শশাকে কিছু ক্ষণ ফ্রিজ বা বরফ জলে রেখে ঠান্ডা করে নিন। তার পর মাপ বুঝে দু’টুকরো শশা গোল করে কেটে সেগুলিকে মিনিট ২০ মতো চোখের উপর দিয়ে রাখুন। এতে চোখের তলার ফোলা ভাব এবং কালি দূর করতে সাহায্য করে।

দু’টি টি ব্যাগ গরম জলে কিছু ভিজিয়ে রাখুন। এর পর গরম জল থেকে টি ব্যাগ দু’টি তুলে ঠান্ডা করে নেওয়ার পর সেগুলিকে চোখের উপর দিয়ে রাখুন।

আলু

একটি আলুকে ঠান্ডা করে সেটিকে দু’ভাগে কেটে নিন। তার পর সেই টুকরোগুলিকে মিনিট দশেক মতো দু’চোখের উপর রাখুন। এতেই হবে মুশকিল আসান।

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)