
ধ্বংসযজ্ঞের মুখে দাঁড়িয়ে থেকে বুক চিতিয়ে লড়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গী আগের ম্যাচে লড়াকু ব্যাট করা মেহেদী হাসান মিরাজ। এই দুজনের দৃঢ়তায় একশ রান পেরিয়েছে বাংলাদেশ।
২০ ওভারের আগেই ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। সেখান থেকে দলকে টেনে তুলে নেওয়ার চেষ্টায় আছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। মিরাজকে নিয়ে ১০ ওভার কাটিয়ে দিয়েছেন উইকেটে। তার পঞ্চাশোর্ধ্ব জুড়ি গড়েছেন।
আগের ম্যাচের মতো এই ম্যাচেও চমৎকার ব্যাট করছেন মিরাজ। ৩১ বলে ৩১ রানে ব্যাট করছেন। আর অভিজ্ঞ মাহমুদউল্লাহ করেছেন ৩৭ বলে ২৬ রান।
এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৩০ ওভারে ১২৪ ছয় উইকেটের বিনিময়ে। এর আগে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন ওয়াশিংটন সুন্দর। তিনি সাকিব, মুশফিক ও আফিফের উইকেট নিয়ে মিডল অর্ডার ধসিয়ে দেন।
নিজস্ব সংবাদদাতা 







































