
সেলেক্সট্রার লাইফ স্টাইল শপে শুরু হয়েছে কনজুমার ক্যাম্পেইন। ক্যাম্পেইনে আইফোন, মটোরোলা ও লেনোভোর পণ্যে দেওয়া হয়েছে আকর্ষণীয় নানা অফার। স্ক্র্যাচ কার্ড ঘষে একজন ক্রেতা পেতে পারেন নেপাল ভ্রমণের সুযোগ। নেপাল ভ্রমণ ছাড়াও পুরস্কার হিসেবে আরও থাকছে মটোরোলা জি৩১ মোবাইল, ডিজো ওয়াচ, ডিজো বাডস জেড, এয়ারপড অথবা নগদ বিশ হাজার টাকা পর্যন্ত ছাড়।
এছাড়া সেলেক্সট্রা লাইফ স্টাইল শপের অন্যান্য সকল লাইফস্টাইল পণ্যে চলছে ১০% ফ্ল্যাট ডিসকাউন্ট। ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি চলতি মাসের ১৬ তারিখ থেকে বিজয় দিবস উপলক্ষ্যে নগদের পক্ষ থেকে রয়েছে ১৬% (সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত) ক্যাশব্যাক অফার। অফারটি চলবে এই মাসের শেষ পর্যন্ত।
সেলেক্সট্রার পক্ষ থেকে জানানো হয়, একজন ক্রেতা স্ক্র্যাচ কার্ড না নিয়ে সুদহীন ইএমআই এর সুবিধাও নিতে পারেন সেলেক্সট্রার আউটলেট থেকে। ১০ হাজার টাকার উপরে যেকোনও পণ্য কিনলেই তিনি ৩, ৬, ৯ অথবা ১২ মাস পর্যন্ত যেকোনও মেয়াদে ইএমআই এর সুবিধাটি নিতে পারবেন। বর্তমানে সেলেক্সট্রার লাইফ স্টাইল শপ রয়েছে বসুন্ধরা সিটির লেভেল ৬, ব্লক বি, শপ ৫৬ এই ঠিকানায়। খুব শীঘ্রই মোতালেব প্লাজার লেভেল ৫, শপ ৫২৯ ঠিকানায় আরও একটি লাইফ স্টাইল শপ চালু হতে যাচ্ছে।
বার্তাকন্ঠ ডেস্ক।। 







































