সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিষাক্ত মদপানে মৃত্যু ১৭ জনের

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদপানে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।

বুধবার (১৪ ডিসেম্বর) পুলিশের বরাতে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ময়নাতদন্তে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে বিষাক্ত মদকেই মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে। একই অভিযোগ করেছে মৃতদের পরিবারও।

স্থানীয় বিজেপি বিধায়ক জনক সিং এই মৃত্যুর জন্য নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকারকে অভিযুক্ত করেছেন। তার দাবি, মৃতদের মধ্যে তিনজন তার গ্রামেরই বাসিন্দা।

সংবাদমাধ্যমকে বিধায়ক বলেন, রাজ্যে হাজার হাজার মানুষ বিষাক্ত মদ খেয়ে মারা যাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই করছেন না। এর জন্য যারা সরকারের নেতৃত্বে আছেন তাদেরই তো দায়ী করা হবে। কারণ, নীতীশই তো বলেছিলেন এমন কোনো ঘটনা ঘটলে তার ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়

চিন্ময় দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

বিষাক্ত মদপানে মৃত্যু ১৭ জনের

প্রকাশের সময় : ১০:৫১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদপানে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।

বুধবার (১৪ ডিসেম্বর) পুলিশের বরাতে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ময়নাতদন্তে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে বিষাক্ত মদকেই মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে। একই অভিযোগ করেছে মৃতদের পরিবারও।

স্থানীয় বিজেপি বিধায়ক জনক সিং এই মৃত্যুর জন্য নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকারকে অভিযুক্ত করেছেন। তার দাবি, মৃতদের মধ্যে তিনজন তার গ্রামেরই বাসিন্দা।

সংবাদমাধ্যমকে বিধায়ক বলেন, রাজ্যে হাজার হাজার মানুষ বিষাক্ত মদ খেয়ে মারা যাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই করছেন না। এর জন্য যারা সরকারের নেতৃত্বে আছেন তাদেরই তো দায়ী করা হবে। কারণ, নীতীশই তো বলেছিলেন এমন কোনো ঘটনা ঘটলে তার ব্যবস্থা নেয়া হবে।