শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাহ্নবীর রূপের আগুনে বলিউড মাত!

ছবিঃ সংগৃহীত

মায়ের মতোই সুন্দরী জাহ্নবী কাপুর। বলিউডে ক্রমশ জাঁকিয়ে বসছে জাহ্নবীর জাদু। কাপুর গোষ্ঠীতে করিনা কাপুর খানের পরই জাহ্নবীর স্থান, যাঁর জন্য মুখিয়ে থাকেন সংবাদ সংগ্রাহকরা। উত্তরাধিকার সূত্রেই মা শ্রীদেবীর কাছ থেকে সৌন্দর্য পেয়েছেন তিনি, এ কথা তো বলাই যায়। তবে তাঁর রূপচর্চার পদ্ধতি একেবারে আলাদা। সদ্য প্রস্ফুটিত পদ্মকলির মতো রূপের রহস্য যে কী, তা নিজেই জানিয়েছেন জাহ্নবী।

না, কোনও নামি-দামি বিদেশী সৌন্দর্য পণ্যে আস্থা নেই কাপুর কন্যার। বরং তিনি পছন্দ করেন ঘরোয়া পদ্ধতির রূপচর্চা। তাই রান্নাঘর থেকেই বেছে নেন নানা সামগ্রী, অন্তত এমনই দাবি করেছেন তিনি।

দেখে নেওয়া যাক তাঁর সৌন্দর্যবর্ধনে ব্যবহৃত নানা সামগ্রী—

ফল

ফল খেতে খুব ভালোবাসেন জাহ্নবী। কিন্তু সবটা না খেয়ে খানিকটা রেখে দেন প্রতিবার। পেঁপে, কমলালেবু, তরমুজের মতো রসাল ফল কিছুটা খেয়ে কিছুটা রেখে দেন। তারপর সেগুলি যখন যেটা থাকে ত্বকে মেখে ফেলেন। একেবারে বিশুদ্ধ ফলের নির্যাস পায় তাঁর ত্বক।

অ্যাভোকাডো

জাহ্নবী এখনও যথেষ্ট তরুণ। তবু বয়সের ছাপ পড়া সম্পর্কে তিনি যথেষ্ট সচেতন। তাই এই সব ফলের তালিকায় অবশ্যই রাখেন অ্যাভোকাডো। অ্যাভোকাডোতে উপস্থিত স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন, মিনারেল এবং অন্য পুষ্টিগুণ ত্বকের পক্ষে খুবই উপকারী। এটি ত্বকের বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করতে পারে।

চুলের জন্য

শুধু ত্বক নয়। চুলের জন্যও জাহ্নবীর পছন্দ ঘরোয়া নানা প্যাক। তার মধ্যে সব থেকে পছন্দ মেথি, আমলকি আর ডিমের নানা প্যাক।

মেথির হেয়ার প্যাক লাগানোর জন্য রাতে মেথি ভিজিয়ে রাখতে হবে। পরদিন সকালে সেই মেথি বেটে নিতে হবে মিহি করে। এর সঙ্গে মিশিয়ে নিতে হবে একটি ডিম। হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে অন্তত ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। তার পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।

বিয়ার শ্যাম্পু

চুল ধোয়ার ক্ষেত্রে জাহ্নবী পছন্দ করেন বিয়ার ওয়াশ।

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

জাহ্নবীর রূপের আগুনে বলিউড মাত!

প্রকাশের সময় : ০৯:১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

মায়ের মতোই সুন্দরী জাহ্নবী কাপুর। বলিউডে ক্রমশ জাঁকিয়ে বসছে জাহ্নবীর জাদু। কাপুর গোষ্ঠীতে করিনা কাপুর খানের পরই জাহ্নবীর স্থান, যাঁর জন্য মুখিয়ে থাকেন সংবাদ সংগ্রাহকরা। উত্তরাধিকার সূত্রেই মা শ্রীদেবীর কাছ থেকে সৌন্দর্য পেয়েছেন তিনি, এ কথা তো বলাই যায়। তবে তাঁর রূপচর্চার পদ্ধতি একেবারে আলাদা। সদ্য প্রস্ফুটিত পদ্মকলির মতো রূপের রহস্য যে কী, তা নিজেই জানিয়েছেন জাহ্নবী।

না, কোনও নামি-দামি বিদেশী সৌন্দর্য পণ্যে আস্থা নেই কাপুর কন্যার। বরং তিনি পছন্দ করেন ঘরোয়া পদ্ধতির রূপচর্চা। তাই রান্নাঘর থেকেই বেছে নেন নানা সামগ্রী, অন্তত এমনই দাবি করেছেন তিনি।

দেখে নেওয়া যাক তাঁর সৌন্দর্যবর্ধনে ব্যবহৃত নানা সামগ্রী—

ফল

ফল খেতে খুব ভালোবাসেন জাহ্নবী। কিন্তু সবটা না খেয়ে খানিকটা রেখে দেন প্রতিবার। পেঁপে, কমলালেবু, তরমুজের মতো রসাল ফল কিছুটা খেয়ে কিছুটা রেখে দেন। তারপর সেগুলি যখন যেটা থাকে ত্বকে মেখে ফেলেন। একেবারে বিশুদ্ধ ফলের নির্যাস পায় তাঁর ত্বক।

অ্যাভোকাডো

জাহ্নবী এখনও যথেষ্ট তরুণ। তবু বয়সের ছাপ পড়া সম্পর্কে তিনি যথেষ্ট সচেতন। তাই এই সব ফলের তালিকায় অবশ্যই রাখেন অ্যাভোকাডো। অ্যাভোকাডোতে উপস্থিত স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন, মিনারেল এবং অন্য পুষ্টিগুণ ত্বকের পক্ষে খুবই উপকারী। এটি ত্বকের বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করতে পারে।

চুলের জন্য

শুধু ত্বক নয়। চুলের জন্যও জাহ্নবীর পছন্দ ঘরোয়া নানা প্যাক। তার মধ্যে সব থেকে পছন্দ মেথি, আমলকি আর ডিমের নানা প্যাক।

মেথির হেয়ার প্যাক লাগানোর জন্য রাতে মেথি ভিজিয়ে রাখতে হবে। পরদিন সকালে সেই মেথি বেটে নিতে হবে মিহি করে। এর সঙ্গে মিশিয়ে নিতে হবে একটি ডিম। হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে অন্তত ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। তার পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।

বিয়ার শ্যাম্পু

চুল ধোয়ার ক্ষেত্রে জাহ্নবী পছন্দ করেন বিয়ার ওয়াশ।

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)