
রাজবাড়ীর বালিয়াকান্দিতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহন কেরেছে শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোর ৬.৩৬ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে উপজেলা পরবষদ চত্তরে নির্মিত বঙ্গবন্ধু মুরালমঞ্চে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন দপ্তর, আওয়ামীলীগ ও সকল সহযাগী সংগঠন, স্কুল-কলেজ, মাদ্রাসা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এরপর উপজেলা শেখ রাসেল মিনি স্টডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা , উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত মো. মনিরুজ্জামান মনির, অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান। এসময় সকল দপ্তরের কর্মকর্তা, পেশাজিবী সংগঠের নেতৃবৃন্দ স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ্র বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার বর্গের প্রীতি সম্মিলনী, সংবর্ধনা প্রদান এবং ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্তি হয়।
রাজবাড়ী প্রতিনিধি।। 






































