
মহান বিজয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট-২০ বিজিবি’র উদ্যোগে এলাকার ৩ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় ব্যাটালিয়ন চত্তরে এসব শীতবস্ত্র বিতরণ করেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো: রফিকুল ইসলাম।
বিজিবি-২০ ব্যাটালিয়ন প্রধান রফিকুল ইসলাম জানায়, প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে বিভিন্ন এলাকায় বসবাসরত হত দিরদ্র নারী পুরুষদের মাঝে শীত বস্ত্র হিসেবে একটি করে কম্বল তুলে দেওয়া হচ্ছে। এ সময় তিনি শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহবানও জানায়।
অন্যদিকে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের মাঝে শান্তিপূর্ণ সম্প্রীতি বজায় রাখতে মহান বিজয় দিবস উপলক্ষে বিএসএফ সদস্যদের জন্য মিষ্টি পাঠিয়েছে বিজিবি।
জয়পুরহাট প্রতিনিধি।। 







































