
বিশ্বকাপ ফাইনালের জন্য প্রস্তুত আর্জেন্টিনা ও ফ্রান্স। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় শুরু হবে শিরোপার লড়াই। উত্তেজনাপূর্ণ ম্যাচটি টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা।
বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ হয়ে আছে গোটা বিশ্ব। হাজার মাইল দূরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তেও ছড়িয়েছে বিশ্বকাপের উত্তাপ। দেশের ফুটবলপাগলদের কথা মাথায় রেখে উত্তেজনাপূর্ণ ম্যাচটি সরাসরি সম্প্রচার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জি টিভি) এবং দেশের একমাত্র খেলাধুলাবিষয়ক চ্যানেল টি স্পোর্টস।
এ ছাড়া অনলাইনেও দেখা যাবে ম্যাচটি। এ জন্য প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে বাংলাদেশভিত্তিক অ্যাপ টফি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনে উপভোগ করা যাবে আর্জেন্টিনা-ফ্রান্স শিরোপার লড়াই।
বিশ্বকাপে দুদলের প্রথম দেখা হয় ১৯৩০ সালে বিশ্ব ফুটবলের প্রথম আসরে। আর দ্বিতীয় দেখা ১৯৭৮ সালের বিশ্বকাপে। দুই আসরেই আলবিসেলেস্তেদের বিপক্ষে ধরাশায়ী হয়েছিল ফরাসিরা। সবমিলিয়ে দুদলের ১২ দেখায় আর্জেন্টিনা জিতেছে ৬ ম্যাচ। আর ফ্রান্স জিতেছে ৩ ম্যাচ। বাকি ৩ ম্যাচ ড্রয়ের খাতায় যোগ হয়েছে।
বার্তাকণ্ঠ ডেস্ক 

































