বেলা ১২টার দিকে ভোটের প্রচারে নামেন রংপুর সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। নগরীর পুষ্টি গলি, জীবন বিমা মোড়, রণচণ্ডী জুম্মা পাড়া, মুচির মোড়, হাঁড়ি পট্টি, জাহাজ কোম্পানিসহ একাধিক জায়গায় গণসংযোগ করেন তিনি। এ সময় মোস্তফা বলেন, ‘ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। রংপুরে একটি উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দেবেন। লাঙল প্রতীক জয়ী হলে রংপুরের উন্নয়ন অব্যাহত থাকবে।’
অপর দিকে নগরীর কুকরুল এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। প্রচারে নেমে তিনি বলেন, ‘আমি জয়ের ব্যাপারে ষোলো আনা নিশ্চিত। জনগণ বিপুল উদ্দীপনায় ২৭ তারিখে ভোট দিতে প্রস্তুত।’
বার্তাকণ্ঠ ডেস্ক 








































