বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিরাজের বলে ছক্কা পর্যন্ত সাকিবের বিশ্বাস ছিল জিতবেন

মিরাজের প্রথম বলেই ডিপ মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা মারেন অশ্বিন। বলটাও খুব একটা ভালো ছিল না, হাফ ট্রেকার যাকে বলে। ওই ছক্কার পরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে পিন পতন নীরবতা নেমে আসে। সঙ্গে সাকিবের বিশ্বাসেও। গতকাল শেষ বিকেলে মিরপুর টেস্ট জেতার যে আশা জাগিয়েছিল বাংলাদেশ, সকালে সেটা ধরে রেখে আরও ৩ উইকেট তুলে নেয় সফরকারীরা।

ওই পর্যন্তই। আইয়ার-অশ্বিনের অবিচ্ছিন্ন ৭১ রানের জুটিতে বাংলাদেশের স্বপ্নের সমাধি ঘটে। এই জুটির ঠিক কোন পর্যায়ে ম্যাচ হাত থেকে ছুটে গেছে বলে মনে হয়েছিল প্রশ্নে সাকিব বলছিলেন, ‘শেষ দিকে যখন মিরাজের বলে ছক্কা হলো, তার আগ পর্যন্ত বিশ্বাস ছিল। কারণ এখানে হয় কী, দ্রুত তিনটা উইকেট পড়তেই পারে, একজন বোলার হ্যাটট্রিক করতেই পারে, তিনটি উইকেট পড়তেই পারে, খুবই সাধারণ।’

এর কিছুই যে হয়নি সেটা অবশ্য আর বলার অপেক্ষা রাখে না। আরও একটি ম্যাচে কাছে গিয়ে হারার ব্যথা নিয়ে শেষ করেছে বাংলাদেশ। নিজেদের ঘাটতির সঙ্গে অশ্বিন ও আইয়ারকে কৃতিত্ব দিচ্ছেন সাকিব, ‘আমার মনে হয় ওরা ভালো ব্যাট করেছে ওই সময়। অশ্বিন ও শ্রেয়াস আইয়ার, দুজনই ভালো ব্যাট করেছে। খুব সহজ উইকেট ছিল না ব্যাটিংয়ের জন্য। কিন্তু ওরা যেভাবে ব্যাটিং করেছে, ওদেরকে কৃতিত্ব দিতে হয়। আমরা চেষ্টা করেছি, সব দিক থেকেই চেষ্টা করেছি। কিন্তু কোনোভাবে একটু ঘাটতি ছিল আমাদের।’

জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

মিরাজের বলে ছক্কা পর্যন্ত সাকিবের বিশ্বাস ছিল জিতবেন

প্রকাশের সময় : ০৪:৩৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২

মিরাজের প্রথম বলেই ডিপ মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা মারেন অশ্বিন। বলটাও খুব একটা ভালো ছিল না, হাফ ট্রেকার যাকে বলে। ওই ছক্কার পরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে পিন পতন নীরবতা নেমে আসে। সঙ্গে সাকিবের বিশ্বাসেও। গতকাল শেষ বিকেলে মিরপুর টেস্ট জেতার যে আশা জাগিয়েছিল বাংলাদেশ, সকালে সেটা ধরে রেখে আরও ৩ উইকেট তুলে নেয় সফরকারীরা।

ওই পর্যন্তই। আইয়ার-অশ্বিনের অবিচ্ছিন্ন ৭১ রানের জুটিতে বাংলাদেশের স্বপ্নের সমাধি ঘটে। এই জুটির ঠিক কোন পর্যায়ে ম্যাচ হাত থেকে ছুটে গেছে বলে মনে হয়েছিল প্রশ্নে সাকিব বলছিলেন, ‘শেষ দিকে যখন মিরাজের বলে ছক্কা হলো, তার আগ পর্যন্ত বিশ্বাস ছিল। কারণ এখানে হয় কী, দ্রুত তিনটা উইকেট পড়তেই পারে, একজন বোলার হ্যাটট্রিক করতেই পারে, তিনটি উইকেট পড়তেই পারে, খুবই সাধারণ।’

এর কিছুই যে হয়নি সেটা অবশ্য আর বলার অপেক্ষা রাখে না। আরও একটি ম্যাচে কাছে গিয়ে হারার ব্যথা নিয়ে শেষ করেছে বাংলাদেশ। নিজেদের ঘাটতির সঙ্গে অশ্বিন ও আইয়ারকে কৃতিত্ব দিচ্ছেন সাকিব, ‘আমার মনে হয় ওরা ভালো ব্যাট করেছে ওই সময়। অশ্বিন ও শ্রেয়াস আইয়ার, দুজনই ভালো ব্যাট করেছে। খুব সহজ উইকেট ছিল না ব্যাটিংয়ের জন্য। কিন্তু ওরা যেভাবে ব্যাটিং করেছে, ওদেরকে কৃতিত্ব দিতে হয়। আমরা চেষ্টা করেছি, সব দিক থেকেই চেষ্টা করেছি। কিন্তু কোনোভাবে একটু ঘাটতি ছিল আমাদের।’