বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শার্শার কৃতি ফুটবলার সেলিম ঢাকা টুর্নামেন্টের ম্যান অব দা ম্যাচ 

আদম্য মনবল প্রবল ইচ্ছ শক্তি ও পেশা দারিত্ব দিয়ে ৫৩ বছর বয়সেও ক্রীড়া নৈপূর্ন দেখিয়ে হাজার হাজার দেশ বিদেশের দর্শক ও ভক্তদের মুগ্ধ করছেন যশোরের শার্শা ্উপজেলার নাভারনের কৃতি ফুটবলার সেলিম রেজা। বাংলাদেশ জাতীয় টিমের সাবেক সদস্যদের সাথে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্পটে মৈত্রী ফুটবল ও একাধিক ইভেন্টে গোল করে প্রশংসা কুড়িয়েছেন। সর্বশেষ ঢাকায়  কনফিডেন্স গ্রুপ মাষ্টার কাপ ফুটবল টুর্নামেন্ট-২২ ঢাকার হয়ে ১গোল করে বিজয়ী হয়ে ম্যান অবদা ম্যাচ হয়েছেন। পেয়েছেন সন্মাননা ক্রেষ্ট ও উপহার। সদা হাস্য উজ্বল ৫৩ বছর বয়সী সেলিম রেজা শত প্রতিকুলতাকে পেছনে ফেলে নানান প্রতিবন্ধকতা ও জটিলতার মধ্যেও খেলছেন পেশাদারিত্ব ফুটবল। ঢাকায় অনুষ্টিত ১৩ দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় মুন্সিগজ্ঞকে ১-০ গোলে হারায় ঢাকা। গোলটি করেন কৃতি এই ফুটবলার সেলিম রেজা।
জনপ্রিয়

পঞ্চগড়ে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তিকরন এবং নারী ও শিশুর সহিংসতারোধে গণসমাবেশ অনুষ্ঠিত

শার্শার কৃতি ফুটবলার সেলিম ঢাকা টুর্নামেন্টের ম্যান অব দা ম্যাচ 

প্রকাশের সময় : ০৯:০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
আদম্য মনবল প্রবল ইচ্ছ শক্তি ও পেশা দারিত্ব দিয়ে ৫৩ বছর বয়সেও ক্রীড়া নৈপূর্ন দেখিয়ে হাজার হাজার দেশ বিদেশের দর্শক ও ভক্তদের মুগ্ধ করছেন যশোরের শার্শা ্উপজেলার নাভারনের কৃতি ফুটবলার সেলিম রেজা। বাংলাদেশ জাতীয় টিমের সাবেক সদস্যদের সাথে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্পটে মৈত্রী ফুটবল ও একাধিক ইভেন্টে গোল করে প্রশংসা কুড়িয়েছেন। সর্বশেষ ঢাকায়  কনফিডেন্স গ্রুপ মাষ্টার কাপ ফুটবল টুর্নামেন্ট-২২ ঢাকার হয়ে ১গোল করে বিজয়ী হয়ে ম্যান অবদা ম্যাচ হয়েছেন। পেয়েছেন সন্মাননা ক্রেষ্ট ও উপহার। সদা হাস্য উজ্বল ৫৩ বছর বয়সী সেলিম রেজা শত প্রতিকুলতাকে পেছনে ফেলে নানান প্রতিবন্ধকতা ও জটিলতার মধ্যেও খেলছেন পেশাদারিত্ব ফুটবল। ঢাকায় অনুষ্টিত ১৩ দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় মুন্সিগজ্ঞকে ১-০ গোলে হারায় ঢাকা। গোলটি করেন কৃতি এই ফুটবলার সেলিম রেজা।