
সব আলো নিভে গেছে। ভেতরে ভেতরে ডুকরে কাঁদছে বিশ্ব। মহানায়ককে শেষ বিদায় জানানোর আনুষ্ঠানিকতাও শুরু হয়ে গেছে। কোটি কোটি ফুটবল সমর্থকের হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে মহাপ্রয়াণের দিকে ছুটছেন এডসন আরান্তেস দো নাসিমান্তো। ফুটবলবিশ্বে পেলে নামেই যিনি পরিচিত।
গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে। ফুটবল ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি তিনবার বিশ্বকাপ ট্রফি জিতেছেন। ফুটবলের রাজার মৃত্যুতে বিশ্বজুড়ে শোক নেমে এসেছে।
এদিকে, আনুষ্ঠানিকতা শেষে ফুটবলসম্রাট পেলেকে সমাহিত করা হবে পৃথিবীর সবচেয়ে উঁচু কবরস্থানে। সান্তোসের মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকার নবম তলায় চির নিদ্রায় শায়িত হবেন কালো মানিক। গিনেস বুক অফ রেকর্ডসে নাম তোলা এই কবরস্থানে নিজের জন্য জায়গা কিনে রেখেছিলেন পেলে নিজেই।
ছবির গল্পে পেলের শেষযাত্রা










বার্তাকন্ঠ ডেস্ক 




































