
পাবনা নাটিয়াবাড়ী ঐতিহ্যবাহী ধোবাখোলা করেনেশন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনে পাবনা ২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুকে হারিয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জাতসাখিনী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ মানিক।
গতকাল বুধবার সকাল ১১ টায় উক্ত স্কুলের নির্বাচনে মোট ৯জন ভোটারের মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২জন । এর মধ্যে সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু পান ৪ ভোট এবং আবুল কালাম আজাদ মানিক পান ৫ ভোট। ১ভোট বেশি পেয়ে সভাপতি পদে বিজয় লাভ করেন আবুল কালাম আজাদ মানিক।
যেকোনো অপৃতিকর ঘটনা মোকাবিলায় ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন আমিনপুর থানা পুলিশের পাশাপাশি ডি এস বির লোকজন। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য আরও উপস্থিত ছিলেন, ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ফলাফল ঘোষণা হওয়ার সাথে সাথেই আবুল কালাম আজাদ মানিক এর পক্ষে বিজয়ী স্লোগান দিতে থাকেন তার সমর্থকরা।
এসময় সকলের সহযোগীতায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে একটি স্বচ্ছ সুন্দর যুগপোগী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ব্যক্তয় প্রকাশ করেন সদ্য বিজয়ী সভাপতি আবুল কালাম আজাদ মানিক।
উল্লেখ্য সদ্য বিজয়ী সভাপতি আবুল কালাম আজাদ মানিকের বাবা, মরহুম আলহাজ ইসহাক উদ্দিন মোল্লা ছিলেন ১৯৭১ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত ওই প্রতিষ্ঠানের টানা ২০ বছরের একজন সফল সভাপতি।
আলমগীর কবির পল্লব পাবনা প্রতিনিধিঃ 







































