বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ব জেরুজালেমে সিনাগগে বন্দুক হামলা, নিহত – ৭

পূর্ব জেরুজালেমে সিনাগগে (ইহুদিদের উপাসনালয়ে) হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন।  এসময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন হামলাকারী।

ইসরাইলের জরুরি পরিষেবাগুলো জানায়, এ হামলায় ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এরমধ্যে একজন ৭০ বছর বয়সী নারীও রয়েছেন।

ইসরাইলি পুলিশ একে ‘সন্ত্রাসী হামলা’ বলে দাবি করছে। পুলিশ জানায়, রাত সোয়া ৮টার দিকে একটি গাড়িতে করে আসে বন্দুকধারী। এরপর উপাসনালয় লক্ষ্য করে গুলি চালায়। ওই বন্দুকধারীও ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ওই এলাকায় প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা ছিল এটি।

তবে এই হামলার সঙ্গে গতকালের হামলার যোগসূত্র দেখিয়েছেন গাজায় হামাসের মুখপাত্র হাজেম কাসেম।

তিনি রয়টার্সকে বলেন, শুক্রবারের এই হামলা ছিল ইসরায়েলি দখলদারদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বাভাবিক প্রতিক্রিয়া। কারণ এর আগে দখলদাররা জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায়।

জনপ্রিয়

মোংলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আহসান, সম্পাদক হাসান

পূর্ব জেরুজালেমে সিনাগগে বন্দুক হামলা, নিহত – ৭

প্রকাশের সময় : ১০:১৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩

পূর্ব জেরুজালেমে সিনাগগে (ইহুদিদের উপাসনালয়ে) হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন।  এসময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন হামলাকারী।

ইসরাইলের জরুরি পরিষেবাগুলো জানায়, এ হামলায় ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এরমধ্যে একজন ৭০ বছর বয়সী নারীও রয়েছেন।

ইসরাইলি পুলিশ একে ‘সন্ত্রাসী হামলা’ বলে দাবি করছে। পুলিশ জানায়, রাত সোয়া ৮টার দিকে একটি গাড়িতে করে আসে বন্দুকধারী। এরপর উপাসনালয় লক্ষ্য করে গুলি চালায়। ওই বন্দুকধারীও ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ওই এলাকায় প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা ছিল এটি।

তবে এই হামলার সঙ্গে গতকালের হামলার যোগসূত্র দেখিয়েছেন গাজায় হামাসের মুখপাত্র হাজেম কাসেম।

তিনি রয়টার্সকে বলেন, শুক্রবারের এই হামলা ছিল ইসরায়েলি দখলদারদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বাভাবিক প্রতিক্রিয়া। কারণ এর আগে দখলদাররা জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায়।