
প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না। কিন্তু সেই কাজটি আপ্রাণ চেষ্টা করেও পারেনি খুলনা টাইগার্স। শুক্রবার মিরপুরে বিপিএলের ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৩৭ রানে হেরে প্লে অফের লড়াই থেকে ছিটকে গেছে ইয়াসির-তামিমরা। দারুণ জয়ে প্লে অফের রাস্তাটা সহজ করল সাকিবের ফরচুন বরিশাল।
এর আগে ব্যাট করতে নেমে বরিশালের হয়ে কম বেশি সবাই রান পেয়েছেন। ৩১ বলে সর্বোচ্চ ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন পাকিস্তানের ইফতিখার আহমেদ। সমান তিনটি করে চার ও ছক্কা হাঁকান তিনি। অধিনায়ক সাকিব আল হাসান ২১ বলে এক চার ও চার ছক্কায় করেন ৩৬ রান।
১০ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফ অনেকটাই নিশ্চিত বরিশালের, তালিকায় অবস্থান দ্বিতীয়। সেখানে ১০ ম্যাচে আট হার ও দুই জয়ে চার পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে খুলনা টাইগার্স।
স্পোর্টস ডেস্ক।। 







































