
খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। জেলা পরিষদ ও মহানগরীর কেসিসি মার্কেটের সামনে বেলা ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আগেই শুরু হয়েছে। সমাবেশে যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। বক্তব্য রাখছেন নেতারা।
এর আগে সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা সকাল থেকে ছোট ছোট দলে আসতে শুরু করে। নেতাকর্মীদের চাঙা রাখতে সমাবেশস্থলে সকাল থেকে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী খুলনা মহানগর ও জেলা বিএনপি বিভাগীয় সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে। দলটি শনিবার এ কর্মসূচি পালনের জন্য শহীদ হাদিস পার্ক বা সোনালী ব্যাংক চত্বর বরাদ্দের জন্য সিটি করপোরেশনে চিঠি দেয়। শেষ মুহূর্তে বিএনপিকে সমাবেশ করার জন্য কেডিঘোষ রোডে খুলনা জেলা পরিষদের সামনে অনুমতি দেওয়া হয়েছে।
বিএনপির মহানগর আহ্বায়ক শফিকুল আলম মনা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিভাগীয় সমাবেশের ভেন্যু হিসেবে দুটি চয়েস ছিল। সোনালী ব্যাংক চত্বর ও শহীদ হাদিস পার্ক। এ বিষয়ে সিটি মেয়র ও পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়। পরে বিকল্প ভেন্যু হিসেবে কেসিসি মার্কেট ও জেলা পরিষদের সামনের সড়কে চূড়ান্ত হয়।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তি, আওয়ামী সরকারের দমন-পীড়ন, সন্ত্রাস, নির্যাতনের প্রতিবাদ, বিদ্যুৎ-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় বিএনপি দেশের সব বিভাগীয় সদরে এই সমাবেশ কর্মসূচি ঘোষণা করে।
খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সাংগঠনিক (ভারপ্রাপ্ত) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ-তথ্য সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ-ধর্ম সম্পাদক অমলেন্দু দাস অপু প্রমুখ। এ ছাড়া বিভাগের ১০ জেলা বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা।
এদিকে দুপুর ২টায় নগরীর শিববাড়ি মোড়ে ‘শান্তি সমাবেশের’ প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। পাল্টা কর্মসূচির বিষয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ বলেন, ‘বিএনপির দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে আওয়ামী লীগ জনগণের জানমালের নিরাপত্তায় শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে।’
দুই দলের কর্মসূচি ঘিরে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আওয়ামী লীগ শিববাড়ি মোড়ে শান্তি সমাবেশ করবে। অপরদিকে বিএনপি কেডিঘোষ রোডের জেলা পরিষদ ও কেসিসি মার্কেটের সামনের চত্বরে সমাবেশ করছে। দুটি দলের সমাবেশকে কেন্দ্র করে পুলিশ যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে।’
খুলনা ব্যুরো।। 







































