
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যদের (এমপি) গণসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে সংসদীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গণসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। একইসঙ্গে তিনি সবাইকে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব-কোন্দল দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করারও নির্দেশ দিয়েছেন।
এ ছাড়া রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সংসদীয় দলের পক্ষ থেকে আমাদের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব দেয়া হয়েছে। এখন ডিসিশন নেয়ার মালিক প্রধানমন্ত্রী, তিনিই সিদ্ধান্ত নেবেন। আমরা কেউই কিছু জানি না।
ঢাকা ব্যুরো।। 







































