
সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, বাংলাদেশে একটি সংবিধান আছে। আর সেই সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই।
আজ শুক্রবার বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, স্বাধীনতা কারও ব্রডকাস্টে আসেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বাংলাদেশের নেতা ছিলেন; তিনি স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরই বাংলার সন্তানেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাই পাক হানাদাররা পরাজিত হয়েছিল, এটাই মুক্তিযুদ্ধের আসল ইতিহাস। বঙ্গবন্ধুর হত্যার পর ২১টি বছর ইতিহাস বিকৃতি করা হয়েছে।
ঢাকা ব্যুরো।। 







































