স্প্যানিশ লা লিগার ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। রবিবার রাতে স্বাগতিক ভিয়ারিয়ালকে ১-০ ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি। এই জয়ের ফলে
লিগের পয়েন্ট তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরো বাড়িয়ে নিল বার্সা।
ম্যাচের চতুর্থ মিনিটেই বার্সা এগিয়ে যেতে পারতো। তবে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রবার্ত লেভানদোস্কি। তার শট রুখে দেন ভিয়ারিয়ালের গোলরক্ষক পেপে রেইনা। ১৮ মিনিটে গোল পায় বার্সা। লেভানদোস্কির বাড়িয়ে দেওয়া বলে গোল করেন তরুণ তারকা পেদ্রি রদ্রিগেজ। ২০ বছর বয়সী এই তারকার গোলে লিড নিয়েই বিরতিতে যায় কাতালানরা।
বার্তাকণ্ঠ ডেস্ক 








































