
ভারতে বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে আয়কর কর্মকর্তাদের ৬০ ঘণ্টার তল্লাশি শেষ হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান শেষ হয় বৃহস্পতিবার রাতে।
অভিযান শুরু হওয়ার পর থেকে দিল্লির কার্যালয়ের অন্তত ১০ জ্যেষ্ঠ কর্মী বাড়িতে যাচ্ছিলেন না। অবশেষে বাড়ি ফিরেছেন তারা। ধারণা করা হচ্ছে, সম্প্রতি মোদীবিরোধী তথ্যচিত্র নির্মাণ করায় এমন অভিযান চালায় কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।
বিবিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপসহ আনুষঙ্গিক জিনিস পরীক্ষা করেছেন দেশটির আয়কর কর্মকর্তারা। বিবিসির কর্মীদের কাছ থেকে আর্থিক তথ্য সংগ্রহ করার পাশাপাশি বিভিন্ন নথিও সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। তবে তারা বলছেন, কর ফাঁকি ও ট্রান্সফার প্রাইসিং সংশ্লিষ্ট বিষয় সমীক্ষা করে দেখা হচ্ছে।
দিল্লির বিবিসি কর্তৃপক্ষ এর আগে জানায়, তারা প্রতিদিনের মতোই সংবাদ সম্প্রচার করছে এবং অনেক কর্মী বাড়ি থেকে কাজ করছেন।
টুইটারে অভিযান শেষ হওয়ার বিষয়টি বিবিসির তরফে নিশ্চিত করা হয়েছে। তারা এ ব্যাপারে আয়কর বিভাগকে সব ধরনের সহযোগিতার কথাও জানিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক।। 





































