শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের নেতাদের ‘ক্যাডার’ সংশোধন করতে হবে–ওবায়দুল কাদের

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৯:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১৩

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যার যার ক্যাডার সংশোধন করেন। এরা এক সময় দলের জন্য লায়বেলিটিস হয়ে যাবে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে মোহাম্মদপুরের মকবুল হোসেন কলেজ মাঠে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

‘বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য-সহিংসতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে’ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

দলীয় নেতাদের ওবায়দুল কাদের বলেন, কিছু কিছু লোক দলের নামে কিছু অপকর্ম করছে। মানুষ ক্ষমতাসীন দলকে কিছু বলবে না। এখন ভয় পাবে। কিন্তু এবার ভোট হবে অবাধ ও সুষ্ঠু। যাদেরকে শাস্তি দিচ্ছেন, তারা তখন আপনাদের প্রার্থীকে শাস্তি দিয়ে দেবে। এসব অপকর্ম সংশোধন করেন।

তিনি আরো বলেন, যার যার ক্যাডার সংশোধন করেন। এরা এক সময় দলের জন্য লায়বেলিটিস হয়ে যাবে। আওয়ামী লীগের কর্মীর অভাব নেই, নেতার অভাব নেই। আমি ভালো লোক চাই। শেখ হাসিনা খারাপ লোক চান না। ভালো লোক দিয়ে কমিটি করুন।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, অবৈধ দল বিএনপি এখন দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। নির্বাচনকে কেন্দ্র করে অনেক ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি’র ষড়যন্ত্র প্রতিহত করে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার সরকারকে এগিয়ে নিয়ে যেতে হবে। সব ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবে দেশের জনগণ।

দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যোগ্য পদে বসানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের অনেক নেতা অনেক ত্যাগ স্বীকার করে এ দলকে প্রতিষ্ঠিত করেছে। আগামী দিনে যে সব কমিটি হবে, এ সব কমিটিতে ত্যাগী নেতারা যেন বাদ না পড়েন। সেদিকেও দায়িত্বপ্রাপ্ত নেতাদের খেয়াল রাখতে হবে। বিএনপি’র যারা দলের ভেতরে ঢুকে গিয়েছে, তারা যেন কোনোভাবেই দলে আশ্রয় না পায়। সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে।

সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, যখনই নির্বাচন আসে তখনই মিথ্যা অপপ্রচার নিয়ে সামনে আসে বিএনপি। বিএনপি সন্ত্রাসী সংগঠন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ রাজপথে আছে, ছিল এবং থাকবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেক খান প্রমুখ।

জনপ্রিয়

যশোরে আসামি জামিনে বেরিয়ে মাদ্রাসা শিক্ষককে মারধর

আওয়ামী লীগের নেতাদের ‘ক্যাডার’ সংশোধন করতে হবে–ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ০৯:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যার যার ক্যাডার সংশোধন করেন। এরা এক সময় দলের জন্য লায়বেলিটিস হয়ে যাবে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে মোহাম্মদপুরের মকবুল হোসেন কলেজ মাঠে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

‘বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য-সহিংসতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে’ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

দলীয় নেতাদের ওবায়দুল কাদের বলেন, কিছু কিছু লোক দলের নামে কিছু অপকর্ম করছে। মানুষ ক্ষমতাসীন দলকে কিছু বলবে না। এখন ভয় পাবে। কিন্তু এবার ভোট হবে অবাধ ও সুষ্ঠু। যাদেরকে শাস্তি দিচ্ছেন, তারা তখন আপনাদের প্রার্থীকে শাস্তি দিয়ে দেবে। এসব অপকর্ম সংশোধন করেন।

তিনি আরো বলেন, যার যার ক্যাডার সংশোধন করেন। এরা এক সময় দলের জন্য লায়বেলিটিস হয়ে যাবে। আওয়ামী লীগের কর্মীর অভাব নেই, নেতার অভাব নেই। আমি ভালো লোক চাই। শেখ হাসিনা খারাপ লোক চান না। ভালো লোক দিয়ে কমিটি করুন।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, অবৈধ দল বিএনপি এখন দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। নির্বাচনকে কেন্দ্র করে অনেক ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি’র ষড়যন্ত্র প্রতিহত করে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার সরকারকে এগিয়ে নিয়ে যেতে হবে। সব ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবে দেশের জনগণ।

দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যোগ্য পদে বসানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের অনেক নেতা অনেক ত্যাগ স্বীকার করে এ দলকে প্রতিষ্ঠিত করেছে। আগামী দিনে যে সব কমিটি হবে, এ সব কমিটিতে ত্যাগী নেতারা যেন বাদ না পড়েন। সেদিকেও দায়িত্বপ্রাপ্ত নেতাদের খেয়াল রাখতে হবে। বিএনপি’র যারা দলের ভেতরে ঢুকে গিয়েছে, তারা যেন কোনোভাবেই দলে আশ্রয় না পায়। সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে।

সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, যখনই নির্বাচন আসে তখনই মিথ্যা অপপ্রচার নিয়ে সামনে আসে বিএনপি। বিএনপি সন্ত্রাসী সংগঠন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ রাজপথে আছে, ছিল এবং থাকবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেক খান প্রমুখ।