বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ও এদেশের মানুষের প্রতি আমার আলাদা টান –সৌরভ গাঙ্গুলি

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১০:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ২১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ও টিইএম স্পোর্টসের তত্ত্বাবধানে ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ সিজন-২ এর উদ্বোধন হলো আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি।

রাজধানীর অভিজাত এক হোটেলে বিকেল ৩টায় শুরু হয় এই উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত সৌরভ গাঙ্গুলি জানান, বাংলাদেশের মানুষের টানেই বারবার এই দেশে আসেন। সৌরভ বলেন, বাংলাদেশ ও এদেশের মানুষের প্রতি আমার আলাদা টান রয়েছে। তাদের ভালোবাসা আমাকে উদ্বেলিত করে।

‘এদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে। তাই আসলে খুব ভালো লাগে। এখানে আসলে মনে হয় না ভারতের বাইরে আছি’-যোগ করেন সৌরভ।

আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে ডিনসিসি মেয়র কাপ। টুর্নামেন্টে থাকছে ক্রিকেট, ফুটবল ও ভলিবল।

মেয়র কাপ মাদক ব্যবহারের বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেয়ার জন্য আয়োজন করা হচ্ছে। মাদকমুক্ত দেশ গড়তে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রচার চালানো হবে।

জনপ্রিয়

বিদ্রোহীদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি, স্বতন্ত্র প্রার্থী শতাধিক

বাংলাদেশ ও এদেশের মানুষের প্রতি আমার আলাদা টান –সৌরভ গাঙ্গুলি

প্রকাশের সময় : ১০:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩

ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ও টিইএম স্পোর্টসের তত্ত্বাবধানে ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ সিজন-২ এর উদ্বোধন হলো আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি।

রাজধানীর অভিজাত এক হোটেলে বিকেল ৩টায় শুরু হয় এই উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত সৌরভ গাঙ্গুলি জানান, বাংলাদেশের মানুষের টানেই বারবার এই দেশে আসেন। সৌরভ বলেন, বাংলাদেশ ও এদেশের মানুষের প্রতি আমার আলাদা টান রয়েছে। তাদের ভালোবাসা আমাকে উদ্বেলিত করে।

‘এদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে। তাই আসলে খুব ভালো লাগে। এখানে আসলে মনে হয় না ভারতের বাইরে আছি’-যোগ করেন সৌরভ।

আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে ডিনসিসি মেয়র কাপ। টুর্নামেন্টে থাকছে ক্রিকেট, ফুটবল ও ভলিবল।

মেয়র কাপ মাদক ব্যবহারের বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেয়ার জন্য আয়োজন করা হচ্ছে। মাদকমুক্ত দেশ গড়তে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রচার চালানো হবে।