বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেয়ে আলিয়ার মতো হোক সেটা চান না রণবীর!

গত নভেম্বরে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। ছোট্ট রাহা কাপুরকে নিয়ে সুখের সংসার আলিয়া ও রণবীরের। সম্প্রতি ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ ছবির প্রচারে একাধিকবার মেয়ের কথা বলেছেন অভিনেতা।

রাহার হাসি দেখে তাকে ছেড়ে বেরোনোর কথা ভাবলেই মন ভেঙে যায় তার, জানান ‘রকস্টার’খ্যাত তারকা। মেয়ে বড় হয়ে কার মতো হলে খুশি হবেন তিনি? সম্প্রতি এই প্রশ্নের মুখোমুখি হন রণবীর।

প্রশ্নে রণবীরের উত্তরে বিস্মিত অনেকেই। রণবীর বলেন, ‘আমি আলিয়াকে বলেছি— আমি চাই বড় হয়ে মেয়ে ওর মতো দেখতে হোক, তাতে ওকে দেখতে খুব সুন্দর হবে। কিন্তু মেয়ের ব্যক্তিত্ব যেন আমার মতো হয়।’

যুক্তি হিসেবে রণবীর বলেন, ‘আলিয়া খুব চঞ্চল, ও প্রচুর বকবক করে। রাহা বড় হয়ে ওর মতো হলে আমি বিপদে পড়ে যাব। ওই রকম দুজন মেয়েকে সামলানো আমার পক্ষে খুব কঠিন ব্যাপার।’

এদিকে মা হওয়ার পরে ইতোমধ্যে কাজে ফিরেছেন আলিয়া ভাট। দিন কয়েক আগে কাশ্মীরে শুটিং করতে দেখা যায় রুপালি পর্দার ‘ডার্লিং’কে। করন জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবির জন্য শুটিং করছিলেন অভিনেত্রী। সঙ্গে নিয়ে গিয়েছিলেন মেয়ে রাহাকেও। অন্যদিকে তখন ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ ছবির প্রচারে ব্যস্ত রণবীর কাপুর।

জনপ্রিয়

শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

মেয়ে আলিয়ার মতো হোক সেটা চান না রণবীর!

প্রকাশের সময় : ০৩:৩৩:১২ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩

গত নভেম্বরে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। ছোট্ট রাহা কাপুরকে নিয়ে সুখের সংসার আলিয়া ও রণবীরের। সম্প্রতি ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ ছবির প্রচারে একাধিকবার মেয়ের কথা বলেছেন অভিনেতা।

রাহার হাসি দেখে তাকে ছেড়ে বেরোনোর কথা ভাবলেই মন ভেঙে যায় তার, জানান ‘রকস্টার’খ্যাত তারকা। মেয়ে বড় হয়ে কার মতো হলে খুশি হবেন তিনি? সম্প্রতি এই প্রশ্নের মুখোমুখি হন রণবীর।

প্রশ্নে রণবীরের উত্তরে বিস্মিত অনেকেই। রণবীর বলেন, ‘আমি আলিয়াকে বলেছি— আমি চাই বড় হয়ে মেয়ে ওর মতো দেখতে হোক, তাতে ওকে দেখতে খুব সুন্দর হবে। কিন্তু মেয়ের ব্যক্তিত্ব যেন আমার মতো হয়।’

যুক্তি হিসেবে রণবীর বলেন, ‘আলিয়া খুব চঞ্চল, ও প্রচুর বকবক করে। রাহা বড় হয়ে ওর মতো হলে আমি বিপদে পড়ে যাব। ওই রকম দুজন মেয়েকে সামলানো আমার পক্ষে খুব কঠিন ব্যাপার।’

এদিকে মা হওয়ার পরে ইতোমধ্যে কাজে ফিরেছেন আলিয়া ভাট। দিন কয়েক আগে কাশ্মীরে শুটিং করতে দেখা যায় রুপালি পর্দার ‘ডার্লিং’কে। করন জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবির জন্য শুটিং করছিলেন অভিনেত্রী। সঙ্গে নিয়ে গিয়েছিলেন মেয়ে রাহাকেও। অন্যদিকে তখন ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ ছবির প্রচারে ব্যস্ত রণবীর কাপুর।