
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ মো. সেলিম খান (৪২) নামে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়ছে।
গ্রেপ্তারকৃত সেলিম জেলার গোয়ালন্দ উপজেলার শ্রী দাম দত্ত পাড়া এলাকার মৃত ফজলু খানের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার (১০ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে গোয়ালন্দ উপজেলার কাছিম উদ্দিন পাড়ার মামুনের বাড়ির পাশের রাস্তার ওপর থেকে অনুমান ষাট হাজার টাকা মূল্যের ২০০শত পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. সেলিম খান কে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ডিবি পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান খান বলেন ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত রুজু হয়েছে।
রাজবাড়ী প্রতিনিধি 







































