বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাভিনার সব সিনেমা দেখেছেন ভারতীয় রাষ্ট্রপতি মুর্মু!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:০৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • ১৮৭

ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। হিন্দি চলচ্চিত্র শিল্পে ৩২ বছর ধরে কাজ করেছেন এই অভিনেত্রী।

পুরষ্কার প্রাপ্তির অভিজ্ঞতা সম্পর্কে ‘এএনআই’-এর সাথে কথা বলতে গিয়ে রাভিনা বলেছেন, এটি এমন কৃতিত্ব যা সমগ্র সম্প্রদায়, সমগ্র জাতির সামনে স্বীকৃত। আমি সত্যিই সম্মানিত।

রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে তার কথোপকথনের সময় রাভিনা বলেন, এটি খুব সুন্দর মুহূর্ত ছিল। রাষ্ট্রপতি মুর্মু আমাকে বলেছেন যে, তিনি আমার সমস্ত সিনেমা দেখেছেন। তিনি আমার সিনেমা পছন্দ করেন। আমাকে এ পুরস্কার দেওয়া তার জন্য সম্মানের বলেও জানিয়েছেন তিনি। আমিও তাকে বলেছিলাম যে, এটি আমার জন্য সবচেয়ে সম্মানের ব্যাপার যে আমি আপনার কাছ থেকে এটি গ্রহণ করছি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাভিনার সঙ্গে ছিলেন তার স্বামী অনিল থাদানি, মেয়ে রাশা ও ছেলে রণবীর। নিজের এই কৃতিত্বে পরিবারের খুশির বিষয়টি উল্লেখ করে অভিনেত্রী বলেন, যখন আমি তাদের সবাইকে আমার দিকে তাকিয়ে গর্বিত চোখে হাসতে দেখেছি, সেই মুহূর্তটি আমার মনে চিরকালের জন্য গেঁথে গেছে।

রাভিনাকে পরবর্তীতে দেখা যাবে আসন্ন রোমান্টিক-কমেডি ফিল্ম ‘ঘুডোছাড়ি’তে। এতে আরও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, পার্থ সামথান এবং খুশালি কুমার। এরপর ‘পাটনা শুক্লা’তে দেখা যাবে অভিনেত্রীকে। এছাড়া তার হাতে ডিজনি প্লাস হটস্টারের একটি প্রকল্পও রয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

জনপ্রিয়

বিয়ের কোনো পরিকল্পনা নেই

রাভিনার সব সিনেমা দেখেছেন ভারতীয় রাষ্ট্রপতি মুর্মু!

প্রকাশের সময় : ০৯:০৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। হিন্দি চলচ্চিত্র শিল্পে ৩২ বছর ধরে কাজ করেছেন এই অভিনেত্রী।

পুরষ্কার প্রাপ্তির অভিজ্ঞতা সম্পর্কে ‘এএনআই’-এর সাথে কথা বলতে গিয়ে রাভিনা বলেছেন, এটি এমন কৃতিত্ব যা সমগ্র সম্প্রদায়, সমগ্র জাতির সামনে স্বীকৃত। আমি সত্যিই সম্মানিত।

রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে তার কথোপকথনের সময় রাভিনা বলেন, এটি খুব সুন্দর মুহূর্ত ছিল। রাষ্ট্রপতি মুর্মু আমাকে বলেছেন যে, তিনি আমার সমস্ত সিনেমা দেখেছেন। তিনি আমার সিনেমা পছন্দ করেন। আমাকে এ পুরস্কার দেওয়া তার জন্য সম্মানের বলেও জানিয়েছেন তিনি। আমিও তাকে বলেছিলাম যে, এটি আমার জন্য সবচেয়ে সম্মানের ব্যাপার যে আমি আপনার কাছ থেকে এটি গ্রহণ করছি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাভিনার সঙ্গে ছিলেন তার স্বামী অনিল থাদানি, মেয়ে রাশা ও ছেলে রণবীর। নিজের এই কৃতিত্বে পরিবারের খুশির বিষয়টি উল্লেখ করে অভিনেত্রী বলেন, যখন আমি তাদের সবাইকে আমার দিকে তাকিয়ে গর্বিত চোখে হাসতে দেখেছি, সেই মুহূর্তটি আমার মনে চিরকালের জন্য গেঁথে গেছে।

রাভিনাকে পরবর্তীতে দেখা যাবে আসন্ন রোমান্টিক-কমেডি ফিল্ম ‘ঘুডোছাড়ি’তে। এতে আরও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, পার্থ সামথান এবং খুশালি কুমার। এরপর ‘পাটনা শুক্লা’তে দেখা যাবে অভিনেত্রীকে। এছাড়া তার হাতে ডিজনি প্লাস হটস্টারের একটি প্রকল্পও রয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস