বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ সাকিব

গত মাসে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদিকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন সাকিব।

দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ জিতেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব।

মার্চ মাসের সেরা হতে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে।

গত মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। যার নেপথ্যে ছিলেন সাকিব। দেশের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি ছিলেন তিনি।

সাকিবের নেতৃত্বে প্রথমবারের মতো ইংল্যান্ড দলকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।

গত মার্চে ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৫৩ রান ও ১৫টি উইকেট শিকার করেন সাকিব।

জনপ্রিয়

কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতার অভিযোগ 

আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ সাকিব

প্রকাশের সময় : ০৫:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩

গত মাসে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদিকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন সাকিব।

দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ জিতেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব।

মার্চ মাসের সেরা হতে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে।

গত মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। যার নেপথ্যে ছিলেন সাকিব। দেশের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি ছিলেন তিনি।

সাকিবের নেতৃত্বে প্রথমবারের মতো ইংল্যান্ড দলকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।

গত মার্চে ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৫৩ রান ও ১৫টি উইকেট শিকার করেন সাকিব।