
পুনরায় নির্বাচনে লড়ার জন্য আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার সিএনএনের প্রকাশিত এক ভিডিওতে বাইডেন পরবর্তী বছর নির্বাচনে লড়ার কথা জানান। আগামী নির্বাচন তার চোখে রিপাবলিকান চরমপন্থার বিরুদ্ধে লড়াই।
ভিডিওতে তিনি বলেন, চার বছর আগে যখন আমি প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড়ে নেমেছিলাম, তখন আমি বলেছিলাম, আমরা আমেরিকার হৃদয়ের জন্য যুদ্ধ করছি। এখনো আমরা করছি। ভিডিওটির শুরুতে ২০২১ সালের ৬ জানুয়ারির সহিংসতা এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বাইরে গর্ভপাতের অধিকার রক্ষাকারীদের বিক্ষোভ দেখানো হয়।
তিনি বলেন, আমি জানি, আমি কী উত্তর চাই। আমার মনে হয়, আপনারাও তাই চান। সেজন্য আমি পুনরায় নির্বাচনে লড়ছি।
আন্তর্জাতিক ডেস্ক।। 







































